IQNA

কুয়ালালামপুরে "ইসলামিক ফ্যাশন এশিয়া" সপ্তাহ অনুষ্ঠিত হবে

23:42 - March 16, 2017
4
সংবাদ: 2602724
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইসলামী পোশাক শিল্পের বিকাশের উদ্দেশ্যে ৩০শে সেপ্টেম্বর "ইসলামিক ফ্যাশন এশিয়া" সপ্তাহ শুরু হতে যাচ্ছে।
কুয়ালালামপুরে
বার্তা সংস্থা ইকনা: "ইসলামিক ফ্যাশন এশিয়া" সপ্তাহ ইসলামী ফ্যাশন ডিজাইন কাউন্সিলের পক্ষ থেকে ইসলামী পোশাক শিল্পের গতিশীলতা এবং নবীনতার ওপর প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।
"ইসলামিক ফ্যাশনের জন্য এশিয়াকে বৈশ্বিক কেন্দ্রে পরিণত করা" শিরোনামে কুয়ালালামপুরে ৩০শে মার্চ এই অনুষ্ঠান শুরু হবে এবং একাধারে ২য় এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
চারদিন ব্যাপী এই অনুষ্ঠানে সর্বশেষ এবং অত্যাধুনিক ইসলামিক পোশাকের সাথে সকলকে পরিচয় করানো হবে।
ইসলামিক ফ্যাশন এশিয়া" সপ্তাহ অনুষ্ঠানে বিশ্বের ২০টিরও অধিক দেশ থেকে ১০ হাজারের অধিক দর্শনার্থী, ১৮০টি বিক্রেতা, ১০০ ডিজাইনার সহ বিশেষজ্ঞ, ব্যবসায়ী, ফটোগ্রাফার, মিডিয়াসমূহ অংশগ্রহণ করবে।
এই বছরেই এধরণের অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই ও সংযুক্ত আরব আমিরাতের ডিজাইনদের নির্মিত সর্বশেষ মডেলের ইসলাম পোশাক উপস্থাপন করা হবে। সূত্র: Halal Focus
iqna





প্রকাশিত: 4
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
qfuwngoj
0
0
20
jsevfltw
0
0
20
gocivebm
0
0
20
ndpotpel
0
0
20
captcha