IQNA

কায়রোয় ইমাম হুসাইন (আ.) মসজিদে আব্দুল বাসিতের তিলাওয়াত

14:19 - October 19, 2017
সংবাদ: 2604106
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের তৎকালীন প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ব বিখ্যাত ক্বারি আব্দুল বাসেত মুহাম্মদ আব্দুল সামাদ ১৯৭০ সালে সেদেশের রাজধানী কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদে সূরা লোকমানের ৮ থেকে ৩৪ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
কায়রোয় ইমাম হুসাইন (আ.) মসজিদে আব্দুল বাসিতের তিলাওয়াত

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইমাম হুসাইন (আ.) মসজিদে বিশ্ব বিখ্যাত এই ক্বারির লোকমান সূরা তিলাওয়াতের অডিও ফাইল সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে।
১৯৭০ সালে মিশরের দ্বিতীয় প্রেসিডেন্ট 'জামাল আব্দুন নাসের'-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদে এই তিলাওয়াতটি তিনি পরিবেশন করেন।
উক্ত কুরআন মাহফিলে অন্যান্য খ্যাতনামা ক্বারি উপস্থিত ছিলেন। বিশেষ করে মুস্তাফা ইসমাইল উপস্থিত ছিলেন। প্রকাশিত ছবিতে আব্দুল বাসেতের পাশে মুস্তাফা ইসমাইল বসে রয়েছেন।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা "ইকনা"র দর্শনার্থীদের জন্য আব্দুল বাসেত মুহাম্মাদ সামাদের সুললিত কণ্ঠে  সুরা লোকমানের ৮ থেকে ৩৪ নম্বর আয়াতের অডিও ফাইলটি উপস্থাপন করা হল।
iqna





captcha