IQNA

জায়নবাদীদের হামলায় শহীদ হলেন ফিলিস্তিনের ৩ নাগরিক

14:03 - August 18, 2019
সংবাদ: 2609099
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের বোমাবর্ষণে আজ (রোববার) অন্তত তিন ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,আজ সকালে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরাইলি জঙ্গিবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এর ফলে তিন ফিলিস্তিনি শহীদ ও চার জন আহত হয়েছেন। শহীদদের মধ্যে মাহমুদ আদিল ওলাইদার বয়স ২৪ বছর, মোহাম্মদ ফারিদ আবুনামুসের বয়স ২৭ বছর এবং মোহাম্মদ সামির আত্তারামাসি'র বয়স ২৬ বছর। শহীদের মৃতদেহ এবং আহতদেরকে গাজার উত্তরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী দাবি করছে, গাজা থেকে ইসরাইলে তিনটি রকেট ছোড়া হয়েছে, আর এর প্রতিক্রিয়ায় তারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে।

শুক্রবার রাত ও শনিবার সকালেও ইসরাইলের জঙ্গি বিমানগুলো গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে। শুক্রবার গাজায় ইহুদিবাদীদের অবৈধ দেওয়ালের কাছে ফিলিস্তিনিদের বিক্ষোভের পরপরই হামলা শুরু করে ইহুবিাদী সেনারা। iqna

captcha