IQNA

চেচনিয়ায় ইউরোপের বৃহত্তম মসজিদ উদ্বোধন

21:09 - August 23, 2019
সংবাদ: 2609130
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের বৃহত্তম মসজিদ আজ (২৩শে আগস্ট) চেচনিয়ার শালী শহরে উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান ক্বাদিরোফের সমর্থনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদটির নাম “ফাখর আল-মুসলিমিন” (মুসলমানদের গর্ব) রাখা হয়েছে। এই মসজিদটি ইউরোপের সর্ববৃহৎ মসজিদ হিসেবে গণ্য করা হয়েছে।
এই মসজিদটি আধুনিক ইসলামী স্থাপত্যের একটি মাস্টারপিস। মসজিদটিতে মোট চারটি প্রতিসম প্রবেশদ্বার রয়েছে। একটি দরজার বিপরীতে অপরটি নির্মাণ করা হয়েছে।
৯৭০০ বর্গমিটার জমির উপর মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের ভিতরে ২০ হাজার মুসল্লি এবং মসজিদের প্রাঙ্গণে এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পরবেন।   iqna

 

captcha