IQNA

মসুলে ইরাকের তিন সেনা নিহত

10:17 - August 25, 2019
সংবাদ: 2609141
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের এক নিরাপত্তা সূত্র ঘোষণা করেছে, মসুলের দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণের ফলে নিরাপত্তা বাহিনীর তিন জন সদস্য নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানের নেইনাওয়া প্রদেশের পুলিশ অফিসার আহমেদ আল-উবাইদী গতকাল (২৪শে আগস্ট) বলেছেন: এই বিস্ফোরক প্যাকেট বিস্ফোরণের ফলে নিরাপত্তা বাহিনীর তিন জন সদস্য নিহত হয়েছেন। বাগদাদের ৪০০ কিলোমিটার উত্তরে (মসুলের দক্ষিণে) নিরাপত্তা বাহিনীর গাড়ি চলাচলের একটি রাস্তায় এই বিস্ফোরক প্যাকেটটি বিস্ফোরণে ঘটে।
তিনি বলেন: এই বিস্ফোরণের ফলে ২ জন পুলিশ আহত হয়েছেন।
আহমেদ আল-উবাইদী আরও বলেন: আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের লাশ মোসুল ফরেনসিক মেডিকেল সেন্টারে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ইরাকের নিরাপত্তা বাহিনী সেদেশের বেশ কয়েকটি প্রদেশ থেকে উগ্র সন্ত্রাসীদের নিধন করেছে। তবে সন্ত্রাসীদের ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরা মাঝে মধ্যে এধরণের সন্ত্রাসীমূলক হামলা চালাচ্ছে।  iqna



captcha