IQNA

দান - সদক্বাহ্ এবং সিলা - ই রহেমের ( আত্মীয়তার সম্পর্ক রক্ষা ) গুরুত্ব 

2:42 - March 06, 2024
সংবাদ: 3475191
ইকনা: মহানবী (সা) বলেছেন: যদি কোনো ব্যক্তি দান - সদক্বাহ্ এবং সিলা - ই রহেমের (আত্মীয়তার বন্ধন ও সম্পর্ক রক্ষা ) মাধ্যমে মহান আল্লাহর দয়া ও অবারিত দানের দরজা খুলে তাহলে মহান আল্লাহ ঐ ব্যক্তির মাল ও ধন - সম্পদ বৃদ্ধি করে দেবেন । আর যে ব্যক্তি অন্য কারো কাছে অর্থ ও সম্পদ চাইবে মহান আল্লাহ এ কারণে তার রিযিক ও রূযী কমিয়ে দেবেন । 

মহানবী (সা) বলেছেন: যদি কোনো ব্যক্তি দান - সদক্বাহ্ এবং সিলা - ই রহেমের (আত্মীয়তার বন্ধন ও সম্পর্ক রক্ষা ) মাধ্যমে মহান আল্লাহর দয়া ও অবারিত দানের দরজা খুলে তাহলে মহান আল্লাহ ঐ ব্যক্তির মাল ও ধন - সম্পদ বৃদ্ধি করে দেবেন । আর যে ব্যক্তি অন্য কারো কাছে অর্থ ও সম্পদ চাইবে মহান আল্লাহ এ কারণে তার রিযিক ও রূযী কমিয়ে দেবেন । 
নাহজুল ফাসাহা , পৃ : ২৬৫২ 
( মহান আল্লাহই সবার রূযী ও রিযিক দাতা । তাই অন্য কারো কাছে চাওয়ার অর্থ হচ্ছে অন্যকে রিযিক ও রূযী দেওয়ার ক্ষেত্রে মহান আল্লাহর শরীক ও অংশী বলে জানা ও সাব্যস্ত করা ! )

অনুবাদ: ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

ট্যাগ্সসমূহ: রিজিক ، আল্লাহ ، নবী ، দান ، পরিবার
captcha