IQNA

আল কুরআন অনুবাদ করতে গিয়ে মুসলিম হলেন যুক্তরাষ্ট্রের ধর্ম যাজক স্যামুয়েল

22:22 - October 18, 2019
সংবাদ: 2609460
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন অনুবাদ করতে গিয়ে সৌদি আরবে মুসলিম হয়েছেন যুক্তরাষ্ট্রের ধর্ম যাজক স্যামুয়েল আর্ল শ্রপশায়ার। তিনি মঙ্গলবার আধা-সরকারি সৌদি নিউজ ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক প্যান-আরব গণমাধ্যম দ্য নিউ আরব।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শ্রপশায়ার ২০১১ সালে কুরআন করতে সম্পাদক হিসেবে কাজ করার জন্য প্রথম সৌদি আরবের জেদ্দা সফর করেন। তিনি এসময় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে উপস্থাপিত মুসলিমদের নেতিবাচক চরিত্র সম্পর্কে খুবই সচেতন ছিলেন।

এই ৭০ বয়সী ব্যক্তি বলেন, আমি দ্রুতই বুঝতে পারলাম যে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে উপস্থাপিত মুসলিম সঙ্গে বাস্তবের মুসলিমদের মধ্যে কোনও মিল নেই। তিনি বলেন, এখানে আমি এমন মানুষ দেখলাম, যারা অন্যদের সঙ্গে সালাম বিনিময় করেন। মুসলিমদের পাশাপাশি অমুসলিমদের প্রতিও উদারতা দেখায়।

শ্রপশায়ার জানান, কুরআন নিয়ে কাজ করার পাশাপাশি তিনি জেদ্দার মুসলিমদের কাছ থেকে যে আতিথেয়তা পেয়েছেন, সেটিও তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। বর্তমানে সৌদি আরবে বসবাসরত শ্রপশায়ার মুসলিম ভয়েস ফর পিস & রিকনসিলিয়েশন নামের একটি অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এমটি নিউজ

captcha