IQNA

লেবাননকে পোড়ানোর সুযোগ কাউকে দেয়া হবে না: হিজবুল্লাহ

22:21 - October 20, 2019
সংবাদ: 2609470
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, দেশকে জ্বালানো-পোড়ানো এবং দেশের ভেতরে গোলযোগ সৃষ্টির সুযোগ কাউকে দেয়া হবে না। কয়েকটি রাজনৈতিক গোষ্ঠী থেকে লেবাননের সরকারের পদত্যাগের যে আহ্বান জানানো হয়েছে তারও বিরোধিতা করেন তিনি।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: লেবাননের অর্থনৈতিক সংকট এবং দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে গত কয়েকদিন বিক্ষোভ মিছিল হওয়ার পর গতকাল (শনিবার) এক সমাবেশে দেয়া ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, তার দল দেশের বিভিন্ন সঙ্কট সমাধানের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত রয়েছে, তবে কাউকে দেশ জ্বালিয়ে দেয়ার সুযোগ দেয়া হবে না।

হাসান নাসরুল্লাহ যুক্তি দিয়ে বলেন, দেশের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংকট সরকারের পদত্যাগে সমাধান হবে না। তিনি বলেন, একই রাজনৈতিক দল ও সংগঠনগুলোর লোকজন মিলে নতুন সরকার গঠন করবেন। ফলে তখনো দেশ একই সমস্যার মুখোমুখি হতে পারে।

সরকারের পদত্যাগ দাবি প্রসঙ্গে লেবাননের কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্যের বিরোধিতা করে হাসান নাসরুল্লাহ বলেন, এতে শুধু সময় নষ্ট হবে এবং নতুন সরকার গঠন করতে এক থেকে দুই বছর লেগে যাবে। তিনি বলেন, তারাই সরকারের পদত্যাগ দাবি করছেন যারা লেবাননের সংকট সমাধান না করে বরং দায়িত্ব এড়িয়ে যেতে চান।

সম্প্রতি যেসব বিক্ষোভ সমাবেশ হয়েছে তার প্রশংসা করে হাসান নাসরুল্লাহ বলেন, বিক্ষোভকারীরা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ করেছে, এখানে বিদেশি কোনো হস্তক্ষেপ বা প্রভাব ছিল না। তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, এই বিক্ষোভের সুযোগ যাতে কোনো রাজনৈতিক গোষ্ঠীর নিতে না পারে সেদিকে অংশগ্রহণকারীদের সতর্ক থাকতে হবে।  iqna

 

captcha