IQNA

থাই ভাষায় সর্বোচ্চ নেতার হজ বানী প্রকাশ

17:08 - August 03, 2020
সংবাদ: 2611257
তেহরান (ইকনা): ইরানের ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা হযরত আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর ১৪৪১ হিজরির হজ বাণী থাই ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে।

থাইল্যান্ডে অবস্থিত ইরানি কালচারাল কাউন্সিল থাই ভাষায় ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার হজ বাণী প্রকাশ করেছেন।

সর্বোচ্চ নেতা এই বাণীতে আগ্রাসী আমেরিকার বিরুদ্ধে ইসলামী উম্মতের ঐক্যের উপর জোর দিয়েছেন।

এই বার্তাটি থাইল্যান্ডে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের ওয়েবসাইটসহ বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে।

ইরানি কালচারাল সেন্টারের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম থাই ভাষায় অনুদিত এই গুরুত্বপূর্ণ বাণীটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়াও আগ্রাসী আমেরিকার সাথে আলোচনা প্রত্যাখ্যানের বিষয়টি থাইল্যান্ডের কিছু গণমাধ্যমের শিরোনামে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য যে, সর্বোচ্চ নেতা ১৪৪১ হিজরির হজ বাণীটি বেশ কয়েকটি ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় এই মূল্যবান বাণীটি দেখতে এখানে ক্লিক করুন।   iqna

 

captcha