IQNA

ইমাম মাহদীকে (আ.) নিয়ে অবমাননাকর উক্তি ব্যক্ত করল নেতানিয়াহুর আমিরাতি চাচাতো ভাই

15:37 - May 09, 2016
সংবাদ: 2600744
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের পুলিশ প্রধানের উপদেষ্টা সম্প্রতি টুইটারে এক বার্তায়, ইসলাম ধর্মের বিশ্বাসের ওপর আঘাত হেনে ইমাম মাহদীকে (আ.) নিয়ে অবমাননাকর উক্তি ব্যক্ত করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলাম ধর্মের প্রতিটি মাযহাবই ইমাম মাহদী (আ.)এর আবির্ভাবের প্রতি বিশ্বাস রাখে। আর তাঁকে নিয়ে দুবাইয়ের পুলিশ প্রধানের উপদেষ্টা 'জাহি খুলফান' ঠাট্টা করেছে! জাহি খুলফান টুইটারে তার নিজস্ব পেজে লিখেছে, "হুতিরা যখন ড্রাগস ব্যবহার করে, তখন সামাজিক নেটওয়ার্কে মাহদীর জন্য অপেক্ষার কথা বলে!"
এছাড়াও তিন মুসলিম ব্রাদারহুডকে উদ্দেশ্য করে অপর এক বার্তায় লিখেছে: ঔপনিবেশিক যুগে মুসলিম ব্রাদারহুড জাতীয়তাবাদী ও উদারপন্থীদের আঘাত হানার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং মিশরের জাতীয় ঐক্য নিষ্কাশন করেছে .... তাদের এ পরিকল্পনা সফল হয়েছে ... আমি নিশ্চিত যে, দায়েশের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে মুসলিম ব্রাদারহুড। আল্লাহ তায়ালা  اخوان‌الشر"আখওয়ানুশ শার"দের  (ইভিল ব্রাদার্স)  ভালো করবে না।
জাহি খুলফান এর পূর্বেও ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর উক্ত প্রকাশ করেছে। এবং তার এধরণের মন্তব্য করার জন্য সচেতন অনেক মুসলমান তীব্র প্রতিবাদ করেছে। এছাড়াও কিছু দিন পূর্বে টুইটারে নিজস্ব পেজে লিখেছে " নেতানিয়াহু আমার চাচাতো ভাই"।
iqna

captcha