IQNA

দীর্ঘ ৩৫ বছর পর;

আরাফার দিন হজের খুতবার জন্য নতুন খতিব নির্বাচন

18:11 - September 10, 2016
সংবাদ: 2601545
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গ্র্যান্ড মুফতি 'শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ' দীর্ঘ ৩৫ বছর পর স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে আরাফার দিনে নামিরা মসজিদে খুতবা পাঠ করতে পারবেনা বলে জানিয়েছে।
বার্তা সংস্থা ইকনা: স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র আলেম কমিটির চেয়ারম্যান 'আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ' চলতি বছরে ৯ম জিলহাজ্জে হজের খুতবা পাঠ করতে পারবেনা। তিনি ১৯৮১ সাল থেকে একাধারে আরাফার খুতবার নেতৃত্ব দিয়েছেন।

সৌদি আরবের ই-পত্রিকা "অলান্দ" এক প্রতিবেদন প্রকাশ করেছে: সৌদি মুফতি 'আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খে'র নির্ধারক উত্তরাধিকারী হিসেবে মসজিদুল হারামের পেশ ইমাম ও খতিব "সালিহ বিন হুমাইদ" নির্বাচিত হয়েছে।

চলতি বছরে আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের স্থানে সালিহ বিন হুমাইদ আরাফার খুতবা প্রদান করবে।

শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ওয়াহাবী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা 'মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাবে'র নাতি।

সম্প্রতি সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর হজবাণীতে সৌদি আরবের তীব্র সমালোচনা করার পর শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ তার ফতোয়ায় ইরানীরা মুসলমান না বলে দাবী করেছে!

iqna


captcha