IQNA

আব্দুল বাসেতের নাতনিকে জানুন/ শুধুমাত্র মেয়েদের সামনে কুরআন তিলাওয়াত করেন + ছবি

0:37 - March 04, 2017
সংবাদ: 2602644
আন্তর্জাতিক ডেস্ক: আব্দুল বাসেত মুহাম্মাদ আব্দুস সামাদের নাতনি 'সুমাইয়া আল-দীব' মিশরের 'কালুবিয়া' প্রদেশের বানহা শহরে জন্মগ্রহণ করেছেন। ১১ বছর বয়েসেই তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন।
আব্দুল বাসেতের নাতনিকে জানুন/ শুধুমাত্র মেয়েদের সামনে কুরআন তিলাওয়াত করেন + ছবি
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি 'নুজুমুল মিশরিয়া' সংবাদ সংস্থা আব্দুল বাসিতের নাতনি সম্পর্কে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বিশ্ব বিখ্যাত মিশরীয় ক্বারী আব্দুল বাসেতরে নাতনি 'সুমাইয়া আল দীব' অতি মনোযোগ সহকারে তার আকর্ষণীয় কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন। যদি কেউ তার তিলাওয়াত শোনে তাহলে বুঝতে পারব তার সুললিত কণ্ঠ এবং আরবি অক্ষরগুলোর উচ্চর তার পূর্বপুরুষের নিকট থেকে উত্তরাধিকারসূত্রে অর্জন করেছেন।
এখনে বলাবাহুল্য, আব্দুল বাসেত তার সুললিত কণ্ঠ এবং স্বতন্ত্র শৈলীর করণের বিশ্ববাসীর নিকটে "গোল্ডেন স্বরযন্ত্র" হিসেবে প্রসিদ্ধ এবং তার নাতনি সুমাইয়া আল-দীবের কুরআন তিলাওয়াতের পদ্ধতিও ঠিক তার মতোই হয়েছে।

১১ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ

মিশরের 'কালুবিয়া' প্রদেশের বানহা শহরে 'সুমাইয়া আল-দীব' জন্মগ্রহণ করেছেন। কুরআন তিলাওয়াতের কৌশল তিনি শৈশবকাল থেকেই অর্জন করেছেন। ৪ বছর থেকে কুরআন হেফজ করতে শুরু করেন এবং ১১ বছর বয়েসেই তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন।
মিশরের এই ক্বারির ভিডিও সাইবারস্পেসকে প্রকাশিত হয়েছে। তার সুললিত কণ্ঠ শুনে বিশেষজ্ঞগণ তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন।

পিতা-মাতার সাথে প্রতিযোগিতায় উপস্থিত

বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় সুমাইয়া আল দীব তার পিতা-মাতার সাথে উপস্থিত হন। যে কেউ সুমাইয়ার উদ্ভাবনী ও দক্ষতা সম্পূর্ণ তিলাওত শুনবে, তাকে অকপটে স্বীকার করতে হবে যে, এই মেয়ে 'স্বর্গীয় কণ্ঠস্বরে'র অধিকারী। এতো সুন্দর ভাবে কুরআন তিলাওয়াত করেন যা হৃদয়কে প্রভাবিত করে।
আব্দুল বাসেতের নাতনিকে জানুন/ শুধুমাত্র মেয়েদের সামনে কুরআন তিলাওয়াত করেন + ছবি

মেয়ের প্রতিভার আবিষ্কার স্বয়ং পিতা

সুমাইয়ার এই প্রতিভা সর্ব প্রথম তার পিতা বুঝতে পারেন। যখন সুমাইয়া কুরআন হেফজ করতেন, তখন তার পিতা তাকে কুরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করতে বলতেন। সুমাইয়ার নিজের শৈলীতে কুরআন তিলাওয়াত করে তার বাবাকে আশ্চর্য করে দিতেন। তিনি মিশরের কুরআন, হাদিস ও তাফসিরের বিশেষ কেন্দ্রে কুরআন তিলাওয়াতের বিধি-বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন।
মিশরের প্রসিদ্ধ ক্বারীদের অনুকরণ সম্পর্কে সুমাইয়া বলেন: "আমি শেখ মোস্তফা ইসমাইল, আমার দাদার সুন্দর কণ্ঠস্বর এবং শেখ কামাল ইউসুফ আল-বাহতিমির তিলাওয়াত অনেক পছন্দ করি।"
আব্দুল বাসেতের নাতনিকে জানুন/ শুধুমাত্র মেয়েদের সামনে কুরআন তিলাওয়াত করেন + ছবি

ইসলামী শরিয়ত অনুযায়ী নামাহারাদের সামনে কুরআন তিলাওয়াত করেন না

২০১৫ সালের ২৯শে এপ্রিলে সুমাইয়া আল-দিবের সিদ্ধান্তের ফলে সকলে আশ্চর্য হয়ে যায়। তিনি আলেমদের প্রশ্ন এবং নামাহারামদের সম্মুখে কুরআন তিলাওয়াতের সম্পর্কে গবেষণা করার পর সিদ্ধান্ত নিয়েছেন নামাহারামদের উপস্থিতিতে কুরআন তিলাওয়াত করবেন না। সাইবারস্পেসকে এবং রেডিও ও টেলিভিশনে তার তিলাওয়াত প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
আব্দুল বাসেতের নাতনিকে জানুন/ শুধুমাত্র মেয়েদের সামনে কুরআন তিলাওয়াত করেন + ছবি

মিডিয়ায় প্রকাশিত তিলাওয়াত সম্পর্কে তওবা এবং অনুশোচনা

নামাহারামদের সম্মুখে কুরআন তিলাওয়াতের সম্পর্কে গবেষণার পর সুমাইয় তওবা করেছেন এবং পূর্বে তার যেসকল ভিডিও ও অডিও ফাইল বাজারে প্রকাশ পেয়েছে প্রচার না করার জন্য নির্দেশ দিয়েছেন।
কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার সম্পর্কে সুমাইয়া বলেন: "আমি বিভিন্ন কুরআন মাহফিলে অংশগ্রহণ করি। অবশ্য যে মাহফিলে শুধুমাত্র নারীরা উপস্থিত থাকে সেই মাহফিলে অংশগ্রহণ করি এবং যদি ঐ মাহফিলের দৃশ্য ধারণ করা হয় তাহলে পুরুষদের মধ্যে তা প্রচার করতে নিষেধ করে দেয়।"
উল্লেখ্য, সুমাইয়াকে যে আলেম নামাহারামদের সম্মুখে কুরআন তিলাওয়াত না করার সম্পর্কে অবগত করেছেন, তার সম্পর্কে সুমাইয়া কোন কিছুই জানায়নি।
iqna

 

captcha