IQNA

আয়াতুল্লাহ সিস্তানির বিরুদ্ধে সন্ত্রাসীদের ভয়াবহ ষড়যন্ত্র নস্যাৎ

17:00 - July 31, 2017
1
সংবাদ: 2603544
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (৩০শে জুলাই) এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা ইরাকে অবস্থিত ইমামগণের মাযার এবং প্রভাবশালী মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানির বাড়িতে বোমা হামলা চালাতে চেয়েছিল। কিন্তু তাদের হামলার সকল পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
আয়াতুল্লাহ সিস্তানির বিরুদ্ধে সন্ত্রাসীদের ভয়াবহ ষড়যন্ত্র নস্যাৎ

বার্তা সংস্থা ইকনা: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বেস ইউনিট গতকাল ঘোষণা করেছে, ইরাকের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
তথ্য বেস ইউনিট আরও জপিয়েছে, সন্ত্রাসীদের এই পরিকল্পনার মধ্যে ইরাকের নাজাফ, কারবালা এবং সামাররায় অবস্থিত ইমামগণের মাযার সমূহ এবং হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানির বাড়িও ছিলি। এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা বিভিন্ন গোত্রের মধ্যে সংঘাত সৃষ্টি এবং ইরাকে তাদের ব্যর্থতার বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল।
তথ্য বেস ইউনিটের প্রধান আবু আলী আল বাসরীর উদ্ধৃতি দিয়ে ইরাকের জাতীয় সংবাদ সংস্থা "আল সাবাহ" লিখেছে: চরমপন্থি সন্ত্রাসী দল দায়েশ তথা আইএসআইএল পৃথক তিনটি হামলা চালাতে চেয়েছিল। এই হামলাগুলোর মধ্যে কারবালা, নাজাফ, সামাররা, হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানির বাড়ি, কুফা মসজিদ এবং বাসরা শহর অন্তর্ভুক্ত ছিল।
তিনি বলেন: সন্ত্রাসীরা এই হামলায় গাড়ী বোমা ব্যবহার করতে চেয়েছিল এবং এই হামলার অংশগ্রহণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসীদের নির্বাচন করা হয়েছিল। হামলা চালানোর জন্য অস্ত্র পাচারকারীরা সন্ত্রাসীদের হাতে ভারি অস্ত্র তুলে দেবে বলে জানা গেছে।
আল বাসরী গুরুত্বারোপ করে বলেছেন, সন্ত্রাসীদের হামলার ব্যাপারে নির্ভুল তথ্য প্রদান করেছেন সশস্ত্র বাহিনীর কমান্ডার হায়দার আবাদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী কাসেম আল আয়রাজী। তথ্যটির ব্যাপারে নিশ্চিত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাসীদের হামলার পূর্বে আমরা F12 বিমান দিয়ে তাদের ঘাটিতে হামলা চালাবো।
তিনি বলেন: সংগৃহীত তথ্য উপর ভিত্তি করা আমরা সন্ত্রাসীদের ৭টি স্থানে হামলা চালায়। এই হামলায় সিরিয়ার আল মায়দিনে সন্ত্রাসীরা হামলার জন্য যে সকল গাড়ি প্রস্তুত করেছিল সেগুলোকে ধ্বংস করি এবং আল কায়েম শহর থেকে কারবালা, নাজাফ, সামাররা, কুফা এবং বাসরায় দিকে রওনা হওয়ার কয়েক ঘণ্টা পূর্বে সন্ত্রাসীদের উপর হামলা চালয়ে সকল সন্ত্রাসীকে ধ্বংস করা হয়েছে।
iqna



প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আবুজাফর মোঃ ছালেহ
0
0
সালাম, সম্মানিত পরিচালক, আল্লাহর লাখ লাখ শোকর যে, নিরাপত্তা বাহিনি সঠিক সময়ে সঠিক কাজটি করতে পেরেছেন। তাদের ধন্যবাদ। আমি আর আমার সাথিরা তাদের কল্যাণ কামনা করি।
অ্যাডমিন ওয়া আলাইকুম আসসালাম,
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবান।
আমিন
captcha