IQNA

আমরা ভাল হলে ইমাম মাহদী নিজেই আমাদের সাক্ষাতে আসবেন

22:36 - November 07, 2017
সংবাদ: 2604264
ইমাম মাহদী(আ.) চান তার অনুসারীরা সব দিক থেকে আদর্শ একজন মুসলমান হোক। তারা আখলাক চরিত্র, ইবাদত বন্দেগী, এখলাস ও নিষ্ঠা, ত্যাগ, শয়তানের ধোকা থেকে দূরে থাকা ইত্যাদি বিষয়ে খাটি মুসলমানের পরিচয় দিক। তাহলে তিনি নিজেই তাদের সাক্ষাতে আসবেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দ্বীন ইসলামের সকল বিধান পালন করা, সৎ কাজ করা এবং মানুষের উপকার করার প্রতি আল্লাহ ও তার রাসূলগণ নির্দেশ দিয়েছেন। ইমাম মাহদী(আ.) তাদের প্রতিনিধি হিসাবে আমাদেরকে একই নির্দেশ দান করেছেন।

একজন মু’মিন ব্যক্তি প্রতি মঙ্গলবারের দিবাগত রাতে তার বৃদ্ধ পিতার সেবা করা বাদ দিয়ে মসজিদে সাহলায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। এক রাত্রে সে শুনতে পেল কেউ তাকে বলছে ফিরে যাও, বাড়ি ফিরে যাও। তিনি বুঝতে পারলেন যে ইমাম মাহদী রাজি না যে আমি পিতার খেদমত করা বাদ দিয়ে মসজিদে গেয় ইবাদত করব।

ইমাম মাহদী(আ.) অনুরূপভাবে হাজি আলী বাগদাদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে যিয়ারাতে আশুরা পাঠ এবং ইমাম হুসাইনের যিয়ারাত করার নির্দেশ দেন।

অনুরূপভাবে তিনি আরও কিছু কিছু ক্ষেত্রে যিয়ারতে আশুরা, যিয়ারাতে জামে কাবিরা, ২ রাকাত নামাজ, দোয়া ফারাজ, কুরআন তিলাওয়াত, পিতামাতার খেদমত, বিপদে ধৈর্য ধারণ, ইমাম হুসাইনের জন্য আজাদারি পালন, ইমামগণের মাজার যিয়ারাত এবং গরিবদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন।
captcha