IQNA

সর্বোচ্চ নেতা;

দ্রুত ভূমিকম্পে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ান

12:13 - November 13, 2017
সংবাদ: 2604306
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে শোকবাণী দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
দ্রুত ভূমিকম্পে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ান

বার্তা সংস্থা ইকনা: তাঁর শোকবাণীতে বলা হয়েছে, "দেশের পশ্চিমাঞ্চলে সংঘটিত যে ভূমিকম্পে বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার খবর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শুনেছি।

সর্বোচ্চ নেতার শোকবাণীতে আরো বলা হয়েছে, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে দুর্গত মানুষদের উদ্ধারে বিশেষ করে যারা ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছেন তাদের বের করে আনতে সর্বশক্তি নিয়োগ করতে হবে যাতে হতাহতের সংখ্যা আর বাড়তে না পারে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, "উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীকে কাজে লাগাতে হবে। সরকারের সব সামরিক ও বেসামরিক বিভাগকে দুর্গত মানুষের সেবায় এগিয়ে যেতে হবে।

ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা তার বাণীতে বলেন, "আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইরানের জনগণ, বিশেষ করে কেরমানশাহ প্রদেশের জনগণ এবং বিশেষ করে ভূমিকম্পে দুর্গত পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন এই বিপদের বদৌলতে দুর্গত মানুষদের প্রতি দয়ার দৃষ্টিতে তাকান এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে এই বিপদ কাটিয়ে ওঠার তৌফিক দেন।

শোকবাণীর শেষে সর্বোচ্চ নেতা বলেন, "সবার প্রতি আমার আহ্বান থাকবে যার পক্ষে যেভাবে সম্ভব ভূমিকম্পে দুর্গত মানুষদের সেবায় এগিয়ে আসুন।

iqna


captcha