IQNA

ইরানি প্রেসিডেন্ট;

সম্মিলিত প্রচেষ্টার ফলে নতুন বছরে বিশ্ব বৃহত্তর কল্যাণ ও সমৃদ্ধি দেখবে

16:49 - January 01, 2019
সংবাদ: 2607660
আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছর উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বিশ্ব নেতা এবং ইরানে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় আশা করেছেন, সম্মিলিত প্রচেষ্টার ফলে বিশ্ব নতুন বছরে বৃহত্তর কল্যাণ ও সমৃদ্ধি দেখবে। এছাড়া, নতুন বছরের প্রাক্কালে তিনি আর্মেনিয় বংশোদ্ভূত ইরানি নাগরিক আলফ্রেড গ্যাবরি ও যুদ্ধফেরত হাসু কেশিশ দানিলিয়ানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ দুজন ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন এবং আলফ্রেড গ্যাবরি যুদ্ধে নিহত হয়েছিলেন। বিশাল ধৈর্য্য ও ত্যাগের জন্য প্রেসিডেন্ট রুহানি গ্যাবরির মা-বাবার প্রশংসা করেন।
এদিকে, নতুন বছর উপলক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করেছেন। একইসঙ্গে তিনি সন্ত্রাসবাদের অবসান, যুদ্ধ ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। গতকাল জারিফ তার টুইটার পেইজে এসব কথা বলেছেন। তিনি আশা করেন, কোনো নিরাপরাধ নারী, পুরুষ কিংবা কোনো শিশু সন্ত্রাস, যুদ্ধ এবং ক্ষুধায় জীবন দেবে না।
iqna

 

captcha