IQNA

আগামী বৃহস্পতিবার লাইলাতুর রাগায়েব

21:23 - March 07, 2019
সংবাদ: 2608084
আন্তর্জাতিক ডেস্ক: সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর নিকটে লাইলাতুর রাগায়েব সম্পর্কে প্রশ্ন করা হল: “লাইলাতুর রাগায়েব আমল কি আজ রাতে পালন করা হবে না কি আগামী সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাত্রে অনুষ্ঠিত হবে?"

বার্তা সংস্থা ইকনা: এই প্রশ্নের উত্তরে সর্বোচ্চ নেতা বললেন: আগামী বৃহস্পতিবার পবিত্র রজব মাসের প্রথম বৃহস্পতিবার হিসেবে পরিগণিত হবে। এজন্য আগামী বৃহস্পতিবার (১৪ই মার্চ) দিবাগত রাত্রে লাইলাতুর রাগায়েব আমল পালন করা হবে।

লাইলাতুর রাগায়েবের আমল

পবিত্র রজব মাসের প্রথম বৃহস্পতিবারের দিবাগত রাতকে লাইলাতুর রাগায়েব বলা হয়। এই রাতের কিছু বিশেষ আমল রয়েছে যার ফজিলত অনেক বেশী।

বৃহস্পতিবারের রাত্রে মাগরিব ও এশার নামাজের মাঝে ১২ রাকাত নামাজ আদায় করতে হবে। প্রতি রাকাতে সূরা হামদের পর ৩ বার সূরা কদর এবং ১২ বার সূরা ইখলাস পাঠ করতে হবে।

১২ রাকাত নামাজ শেষে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে:

" اللهم صل علی محمد النبی الامی و علی آله"

এরপর সিজদায় গিয়ে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে:

"سبوح قدوس رب الملائكة والروح"

সিজদা থেকে উঠে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে:

"رب اغفر وارحم و تجاوز عما تعلم انك انت العلی الاعظم"

পুনরায় সিজদায় গিয়ে এই জিকিরটি ৭০ বার বলতে হবে:

 "سبوح قدوس رب الملائكة والروح" 

এর পর নিজের মনের আশা ব্যক্ত করে দোয়া করতে হবে।

এই রাতে মহান আল্লাহ তার বান্দার বড় বড় সব দোয়া কবুল করে থাকেন।

মাফাতিহুল জিনান  

iqna

captcha