IQNA

মুসলিমদের হত্যা করতে গিয়ে যেভাবে ইসলাম গ্রহণ করলেন মার্কিন মেরিন সেনা

21:34 - April 06, 2019
সংবাদ: 2608275
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মকে চূড়ান্ত ভাবে ঘৃণা কারী একজন সম্ভাব্য উগ্র খ্রিষ্টান ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বার্তা সংস্থা দি সানডে প্রোজেক্টের বরাত দিয়ে জানা যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: রিচার্ড ম্যাকিনে নামের ওই লোক একজন অবসর প্রাপ্ত মেরিন সেনা, যিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে কর্মরত ছিলেন। তিনি নৌ বাহিনীতে কর্মরত থাকার সময় যুক্তরাষ্ট্রের পক্ষে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে যতজন নিরীহ লোকজন হত্যা করেছেন তাদের সঠিক সংখ্যা জেনে ভীত হয়ে পড়েন।

চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি ঘরে ফিরে আসেন এবং তার এলকোহল সেবনের অভ্যাস পরিত্যাগ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালান। তখনও তিনি মুসলিমদের সম্পর্কে মনের গভীরে ঘৃণা পোষণ করতেন।

তিনি স্মৃতি চারণ করে বলেন, একদিন তিনি তার স্ত্রীর সাথে স্থানীয় একটি রাজপথ ধরে হেঁটে যাচ্ছিলেন এবং একটি দোকানের সামনে কালো বোরকা পরিহিত দুজন নারী দেখতে পান।

তিনি বলেন, ‘এ দৃশ্য দেখে আমি ঘৃণায় রাগান্বিত হয়ে পড়ি এবং বোরকা পরিহিত দুজন নারীর নাকে ঘুষি দিয়ে তাদের নাক ভেঙ্গে দিতে চেয়েছিলাম।’

যদিও তিনি তা করেন নি কিন্তু এর চাইতেও জঘন্য একটি পরিকল্পনা তার মনে খেলে যায়। তিনি নিজের গৃহে ফিরে গিয়ে ঘরে বসে একটি বোমা বানাবেন এবং তা ‘Muncie’s Islamic Centre’ এর সদর দরজার নিকট পুঁতে দিবেন বলে মনে মনে পরিকল্পনা করেন।

বোমা পুঁতে দিয়ে তিনি নিরাপদ দূরত্বে অবস্থান করে মুসলিমদের মৃত্যুর দৃশ্য অবলোকন করবেন বলে ঠিক করেছিলেন।

তিনি বলেন, ‘এর মাধ্যমে আমি অন্তত ২০০ জন মুসলিমকে হত্যা করবো বলে পরিকল্পনা করেছিলাম। ইসলাম সম্পর্কে আমার মনের তীব্র ঘৃণা আমাকে এ পথে ধাবিত করার জন্য উৎসাহ দিয়েছিল।’

কিন্তু এক পর্যায়ে রিচার্ড ম্যাকিনে মুসলিম সমাজকে আরো একটি সুযোগ দিতে চেয়েছিলেন। তিনি খোলা মনে স্থানীয় একটি ইসলামিক কেন্দ্রে ভ্রমণ করেন এবং সেখান গিয়ে তিনি পবিত্র কুরআনের একটি কপি উপহার পান আর তা নিজের সাথে করে ঘরে নিয়ে আসেন।

এর আট সপ্তাহ পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এর কিছু বছর পর একসময় মুসলিমদের যেই কেন্দ্রটি বোমা মেরে উ

ড়িয়ে দিবেন বলে পরিকল্পনা করেছিলেন তিনি বর্তমানে ঠিক সেই ইসলামিক কেন্দ্রটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বার্তা সংস্থা দি সানডে প্রোজেক্ট কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘একদিন আমি নিজের ঘরে মুসলিমদের সম্পর্কে ঘৃণা মূলক কিছু আলোচনা করছিলাম আর অন্য ধর্মের প্রতি আমার পুষে রাখা ঘৃণা দেখে আমার কন্যা আমার দিকে খুবই বাজে ভাবে তাকিয়েছিল।’

তার কন্যার এমন আচরণই তার হৃদয়ের পরিবর্তনে সহায়তা করেছিল বলে তিনি জানান।

তিনি জানান, তিনি নিজের অতীতে তার মধ্যে নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে ৫০ জন মুসলিম হত্যাকারী ব্রেন্ডন টারান্ট কে দেখতে পেয়েছিলেন।

রিচার্ড ম্যাকিনে বলেন, ‘যে ব্যক্তি অপরাধ করার জন্য উদগ্রীব ছিল, যে ব্যক্তি নিরীহ মানুষদের হত্যা করতে উদ্যত হয়েছিল সে মূলত আমিই ছিলাম। ব্রেন্ডন টারান্ট এবং আমি আসলে একই ব্যক্তিই ছিলাম। যখন সে মসজিদের দরজায় কড়া নাড়ছিল তখন সে থামেনি এবং চিন্তা করে দেখেনি। আর যখন আমি ইসলামিক কেন্দ্রে যাই এবং হাসি মুখের সম্ভাষণ দেখতে পাই তখন আপনা আপনি ভাবেই আমি নিজেকে উষ্ণ সম্বর্ধনার সাথে জড়িত করি। এটি আমার মনকে খুলে দিয়েছিল এবং আমি আসলে সত্য অনুধাবন করতে শুরু করেছিলাম।’ নিউজ ডট কম ডট এইউ।

captcha