IQNA

ইরানের প্রেসিডেন্ট;

এই অপরাধের পরিণতি ওয়াশিংটনকে শুধু আজ নয় বরং বহু বছর ধরে ভোগ করতে হবে

22:19 - January 04, 2020
সংবাদ: 2609971
আর্ন্তজাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিখ্যাত সমর-নায়ক মেজর জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেবে ইরান।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শহীদ কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির পরিবারের সদস্যদের সঙ্গে আজ (শনিবার) রাজধানী তেহরানে এক বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, হোয়াইট হাউজ বুঝতে পারে নি তারা ইরানি জেনারেলকে হত্যা করে কত বড় ভুল করেছে। তিনি বলেন, এই অপরাধের পরিণতি ওয়াশিংটনকে শুধু আজ নয় বরং বহু বছর ধরে ভোগ করতে হবে।

ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই সমর-নায়কের অবদানের প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, জেনারেল সোলায়মানি শুধুমাত্র একজন সামরিক কমান্ডার ও বহু অভিযানের সমন্বয়ক ছিলেন না বরং তিনি একজন তুখোড় রাজনীতিবিদ এবং কৌশলবিদ ছিলেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, জেনারেল সোলায়মানি এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা এবং নিপীড়িত জনগণের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন কিন্তু তাকে হত্যা করেছে ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী।

গতকাল ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলায়মানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসসহ ১০ জনকে হত্যা করে মার্কিন সেনারা। এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, জেনারেল সোলায়মানির শাহাদাতের পেছনে যেসব অপরাধী রয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।  iqna

 

captcha