IQNA

মিশরের আল-আজহার এবং ইমাম হুসাইন (আ.) মসজিদ পরিদর্শন করলেন ফিলিস্তিনের পেশ ইমামগণ

20:23 - February 08, 2022
সংবাদ: 3471401
তেহরান (ইকনা): মিশরে পেশ ইমাম ও মুবাল্লিগ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ফিলিস্তিনের পেশ ইমামগণ মিশরে সফর করে সেদেশের ঐতিহাসিক আল-আজহার এবং ইমাম হুসাইন (আ.) মসজিদ পরিদর্শন করেছেন।
এই ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শনের পর ফিলিস্তিনের পেশ ইমামগণ আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এই ঐতিহাসিক স্থানের কথা আমরা অনেক শুনেছি। আর এখন সেগুলো স্বচক্ষে দেখছি। এজন্য আমরা অনেক আনন্দিত। তারা ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ কোর্সে অসাধারণ কর্মসূচি বাস্তবায়নের জন্য মিশরীয় এনডাউমেন্টস মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন।
 
আল-আজহার এবং ইমাম হুসাইন (আ.) মসজিদ পরিদর্শনের সময় মিশরের এনডাউমেন্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, আল-আজহারের কর্মকর্তা এবং কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদের ইমামও উপস্থিত ছিলেন।
 
ইমাম হুসাইন মসজিদ (আ.) ফাতেমীয় খিলাফতের সময় কায়রোতে নির্মিত হয়েছিল এবং এটি শহরের বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর মসজিদগুলির মধ্যে একটি।
 
এই মসজিদে রাস আল-হুসাইন (আ.) নামে একটি স্থান রয়েছে। কিছু ইতিহাসবিদদের মতে সেখানে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মস্তক মোবারক দাফন করা হয়েছে।
 
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর পবিত্র জন্মবার্ষিকীতে এই মসজিদে সুফি সম্প্রদায়ের অনুসারীগণ বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন করেন। এছাড়াও এই মসজিদে বিশ্বখ্যাত ক্বারিদের উপস্থিতে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।  iqna
 

 

captcha