IQNA

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছে আমেরিকা/ আমরা ইসরাইলের অস্তিত্ব স্বীকার করি না

20:26 - February 09, 2022
সংবাদ: 3471407
তেহরান (ইকনা): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব বলেছেন: ইরানকে শুধুমাত্র ভয় দেখাতে ও চাপ প্রয়োগ করেতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে। প্রকৃতপক্ষে ইরান একটি শক্তিশালী ও সার্বভৌম দেশ এবং যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়াতে ভয় পায়।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামি বিপ্লব দেশটি থেকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে চিরতরে বিদায় করেছে। তিনি মঙ্গলবার রাতে ইরানের আরবি-ভাষার নিউজ চ্যানল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “ইসলামি বিপ্লব আমেরিকা ও ইসরাইলকে ইরান থেকে হটিয়ে দিয়েছে।”
 
ইরানে বর্তমানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী পালিত হচ্ছে। ওই বিপ্লবের মাধ্যম ইরানে মার্কিন-সমর্থিত শাহ সরকারের পতন ঘটে। 
 
হিজবুল্লাহ নেতা বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ মুসলিম বিশ্বসহ গোটা বিশ্বে স্বাধীনচেতা জাতিগুলোর রোলমডেলে পরিণত হয়েছে।” তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের এমন একটি আঞ্চলিক শক্তি হিসেবে অভিহিত করেন যাকে উপেক্ষা করা বা যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়।   
 
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, ইরানে ‘প্রকৃত ইসলাম’ আছে বলেই ইসলামি বিপ্লব সম্ভব হয়েছে কারণ, প্রকৃত ইসলামই নিপীড়ন ও বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শিক্ষা দেয়। আর আমেরিকা ঠিক এ বিষয়টিকেই পছন্দ করে না। 
 
হিজবুল্লাহ নেতা বলেন, ইরানে বিপ্লবের মাধ্যমে একটি স্বাধীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে শত্রুতা করছে। সাক্ষাৎকারের অন্য অংশে তিনি বলেন, ইরান একটি সার্বভৌম ও শক্তিশালী দেশ বলে আমেরিকা ইরানের ওপর হামলা চালানোর সাহস পায়নি। আমেরিকার পক্ষে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিও বন্ধ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।  iqna
captcha