IQNA

এবার মসজিদে নববীতে ইতেকাফ করছেন ৪৭০০ মুসল্লি

22:44 - April 05, 2024
সংবাদ: 3475298
ইকনা: প্রতি বছরের ন্যায় এবারো মসজিদে নববীতে ইতেকাফে বসেছেন মুসল্লিরা। নারী-পুরুষের আলাদা ব্যবস্থা থাকায় উভয় শ্রেণির ইতেকাফকারীই দেখা যায়। এবার চার হাজার ৭০০ মুসল্লি ইতেকাফ করছেন। তাদের মধ্যে ৭০০ জন নারী ও চার হাজার পুরুষ।

শুক্রবার (৫ এপ্রিল) সৌদি আরবভিত্তিক নিউজসাইট ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


মসজিদে নববীর জেনারেল অথরিটি জানিয়েছে, মুসল্লিদের নিয়মিত ইফতার এবং সেহরি সরবরাহ করা হচ্ছে।

মসজিদে নববীসংশ্লিষ্ট একটি নিরাপত্তা সংস্থা ইতেকাফের স্থানের সুরক্ষা এবং ইতেকাফকারীদের প্রবেশের অনুমতি দেয়ার জন্য বিশেষ গেট স্থাপনের সাথে পারমিট পরিদর্শনের দায়িত্বে রয়েছে।

সূত্র : ইসলামিক ইনফরমেশন

captcha