IQNA

জার্মানে বসবাসরত মুসলিম শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে

23:50 - September 19, 2016
সংবাদ: 2601599
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের স্টুডেন্ট ফাউন্ডেশন "অভিসেন্না" সেদেশের মুসলিম শিক্ষার্থী ও গবেষকদেরকে স্কলারশিপ প্রদান করবে।

বার্তা সংস্থা ইকনা: জার্মানের স্টুডেন্ট ফাউন্ডেশন "অভিসেন্না" (ইবনে সিনা) প্রতি বছর  জার্মানের বিশ্ববিদ্যালয়সমুহের কিছু মুসলমান ছাত্রদের স্কলারশিপ প্রদান করবে।
সকল বিভাগের শিক্ষার্থীদেরকে স্কলারশিপ প্রদান করা হবে। স্কলারশিপের জন্য ১ম অক্টোবরের মধ্যে আবেদনপত্র ও সার্টিফিকেট প্রেরণ করতে হবে। এ বিষয়ে অধিক জানার জন্য জার্মানের শিক্ষার্থী এবং গবেষকগণ এখানে ক্লিক করুন।

জার্মানের স্টুডেন্ট ফাউন্ডেশন "অভিসেন্না"র (ইবনে সিনা) সদর দপ্তর সেদেশের ওসনাব্রুক শহরে অবস্থিত এবং জার্মানের শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমর্থিত হয়ে আসছে।

উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রিলিয়ান শিক্ষার্থীদের এবং পিএইচডি ডিগ্রির জন্য আবেদনকারীদের মাসে স্কলারশিপ প্রদান করা হবে।

iqna




captcha