IQNA

স্থানান্তরের আগেই জেরুজালেমে ঝুলছে মার্কিন দূতাবাস স্ট্রিট সাইন

0:21 - May 08, 2018
1
সংবাদ: 2605712
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের এক সপ্তাহ আগেই সেখানে স্ট্রিট সাইন বা সড়ক নির্দেশক লাগিয়ে দিয়েছে ইসরায়েল।

 

বার্তা সংস্থা ইকনা: দক্ষিণ জেরুজালেমের যেখানে আগামী ১৪ মে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরানোর কথা ছিল ঠিক তার পাশের একটি সড়কে ওই নির্দেশকটি লাগানো হয়েছে। সেখানে আরবি, ইবরানি ও ইংরেজি ভাষায় নির্দেশনা দেয়া হয়েছে।

দূতাবাস সরানো উপলক্ষে ট্রাম্প সরকার বড় ধরনের এক নৈশভোজের আয়োজন করতে যাচ্ছে। সেখানে ১ হাজার মেহমানকে আমন্ত্রণ জাননো হয়েছে। এর মধ্যে, যুক্তরাষ্ট্রের ৩০০শ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি থাকছেন বিতর্কিত ঘোষণা প্রদানকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ওই সড়ক নির্দেশক লাগানোর কড়া প্রতিবাদ করছে ফিলিস্তিনের বিভিন্ন ছাত্র সংগঠন ও হামাস। এ ছাড়া সোশ্যাল মিডিয়াতেও এর কড়া সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ৬ ডিসেম্বর ইসরাইলে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে ফিলিস্তিনের আল কুদসে সরিয়ে নেয়ার ঘোষণা দেয়।

তখন ফিলিস্তিনসহ সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। বিশ্ব মুসলিম উম্মাহ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। কিন্তু ট্রাম্প বিশ্ব মতামত উপেক্ষা করে নিজ সিদ্ধন্তে অটল থাকে।

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
jxwlfxqn
0
0
20
captcha