IQNA

স্পেনে সৌদি স্পন্সর টিভি বন্ধ

19:51 - June 28, 2018
সংবাদ: 2606084
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সমর্থিত একটি টিভি চ্যানেলে স্পেনীয় ভাষায় ইসলাম ও মুসলমানদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হত। সম্প্রতি এই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্পেনে সৌদি স্পন্সর টিভি বন্ধ

বার্তা সংস্থা ইকনা: সৌদি সমর্থিত আন্তর্জাতিক "কর্ডোবা" টিভি চ্যানেলটি ২০১২ সালে "Message of Islam" ইন্সটিটিউট কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। এই চ্যানেলটির পরিচালক "শেখ আব্দুল আজিজ ফুজান"। শেখ আব্দুল আজিজ ফুজান একজন ওয়াহাবী আলেম এবং সৌদি রাজ পরিবারের নিকট আত্মীয়।
"কর্ডোবা" চ্যানেলে ল্যাটিন আমেরিকান এবং স্প্যানিশ ভাষীদের জন্য ইসলাম ও মুসলমানদের নিয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান স্প্যানিশ ভাষায় সম্প্রচার করা হত। বিগত কয়েক মাস যাবত আর্থিক সংকটের কারণে কর্ডোবা" চ্যানেলের কর্মচারী ও কর্মকর্তাদের পেমেন্ট বিলম্বে প্রদান করা হত। মে মাসে এই চ্যানেলরে অধিকাংশ কর্মীদের ছাটাই করা হয়েছে।
এই চ্যানেলটি বন্ধের ব্যাপারে শেখ আব্দুল আজিজ ফুজান কোন ব্যাখ্যা প্রদান করে নি। তবে ধারণা করা হচ্ছে সৌদির আর্থিক সাহায্য বন্ধ এবং সমাজের বিভিন্ন মহলে এই চ্যানেলর প্রোগ্রাম সম্পর্কে সমালোচনা করার জন্য এই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
iqna

স্পেনে সৌদি স্পন্সর টিভি বন্ধ

 

captcha