IQNA

দায়েশের ২০০ সদস্যকে ইরাকে হস্তান্তর করল সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী

20:58 - April 10, 2019
সংবাদ: 2608309
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী “কাসাদ” ইরাকের কর্তৃপক্ষের নিকট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ২০০ জন সদস্যকে হস্তান্তর করেছে।

র্তা সংস্থা ইকনা: ইরাকের আনবর প্রদেশের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সূত্র জানিয়েছে, সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী “কাসাদ” ৮ম এপ্রিল দায়েশ তথা আইএসের ২০০ সন্ত্রাসীকে সিরিয়া ও ইরাকের সীমান্তে ইরাকের আল জাজিরার অপারেশন কমান্ডের নিকট হস্তান্তর করেছে।

এ খবরে আরও বলা হয়েছে, আল জাজিরার অপারেশন কমান্ড গ্রেফতারকৃত এসকল সন্ত্রাসীকে গ্রহণ করে বাগদাদের কারাগারে হস্তান্তর করেন।

আল জাজিরার অপারেশন কমান্ড বলেন: দায়েশের এসকল সদস্য ইরাকের নাগরিক। অপরাধ তদন্ত কমিটি অতি শীঘ্রই ইরাক ও সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের বিরুদ্ধে এসকল সন্ত্রাসীরা যে অপরাধ করেছে তার তদন্ত শুরু করবে। iqna

 

 

captcha