IQNA

ভারতে ট্রাম্প পন্থীদের কুরআন নিষেধাজ্ঞার দাবী

22:20 - August 01, 2019
সংবাদ: 2609007
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক চরম ডানপন্থী দল পবিত্র কুরআন নিষেধাজ্ঞার দাবী জানিয়েছে। চরম ডানপন্থী এই দলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্ত।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের হিন্দু সেনা নামক চরমপন্থি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও নেতা বিষ্ণু গুপ্ত সোমবার সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটে একটি খোলা চিঠির মাধ্যমে পবিত্র কুরআনের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে।
এই নির্বোধ তার চিঠিতে, ইসলাম ও মুসলমানদের পবিত্রতা অবমাননার পাশাপাশি দাবি করেছে যে কুরআন হিংস্রতার প্রচারক এবং ভারতের জাতীয় সুরক্ষার জন্য হুমকি।
গুপ্ত দাবি করেছে যে, নয়াদিল্লীর একটি বইয়ের দোকান থেকে পবিত্র কুরআনের একটি অনুলিপি ক্রয় করে পড়ার পরে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে।
কয়েক দিন পূর্বে এই চরমপন্থি দলটি নিকাব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করার দাবী জানিয়েছিল। বিগত কয়েক বছর যাবত এই দলটি এধরনের অস্বাভাবিক পদক্ষেপের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে।
২০১১ সালে হিন্দু সেনা দলটি ব্রিটিশ প্রাক্তন রানী ভিক্টোরিয়ার ১১৮তম জন্মবার্ষিকী পালন করেছে। তখন দাবি করেছিলো যে, রানী ভিক্টোরিয়াই ভারতকে মঙ্গোলদের (গুরকানি রাজবংশের রাজা) অত্যাচারী শাসন থেকে রক্ষা করেছিল।
এছাড়াও এই দলটি ২০১৬ সালে মার্কিন নির্বাচনের পূর্বে ডোনাল্ড ট্রাম্পের জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব পালন করেছিল এবং তার বিজয়ের জন্য প্রার্থনা করেছিলো।  iqna

 

captcha