IQNA

বাংলা ভাষায় ব্যবহৃত কিছু ফার্সী শব্দ

0:02 - September 07, 2022
সংবাদ: 3472419
তেহরান (ইকনা): অনেক সংস্কৃত শব্দ যা বাংলায় ব্যবহৃত হয় সেগুলো প্রাচীন ফার্সী , পাহলভী ও আভেস্তা ফার্সীতে ছিল।

অনেক সংস্কৃত শব্দ যা বাংলায় ব্যবহৃত হয় সেগুলো প্রাচীন ফার্সী , পাহলভী ও আভেস্তা ফার্সীতে ছিল। যেমন
پَسُو ( পসু ) : পশু
جيوَ( jeeva জীব): ( زنده ، زندگي) জীবন্ত জীবিত 
جيوْ জীব্ : زندگي كردن ، زيستن জীবন যাপন করা 
گْرَثَ ( গ্রথ ) : লেখা
گْرَثي تَ ( গ্রথীত ) : تحرير شده ، نوشته شده ، نقش شده : লিখিত , লিপিবদ্ধ, গ্রন্থনাকৃত , গ্রন্থ , গ্রথিত 
ث = থ
يُوذ : য়ুদ্ধ ( যুদ্ধ ) جنگ
ذ : ধ‌
يُوئيذْ (য়ূঈধ) : যুদ্ধ করা جنگيدن
دارو (দারু ) : درخت (দেরাখত্)
গাছ , বৃক্ষরাজি (সংস্কৃত ) দারূ : তক্তা, কাঠ, বৃক্ষরাজি, অরণ্য, তরূদল, বন, কুঁজবন, কুঁজকানন, কুঁজ, কাট, দারূ, কাষ্ঠ, জ্বালানি কাষ্ঠ
 দেবদারূ ( বৃক্ষ বিশেষ )
 
پَثي ، پَثْ ، پَنْثَ ، پَثا ،  پَنثَم ، پَنْثا : راه ، جاده
পথি , পথ , পন্থ , পথা , পন্থম , পন্থা  
ميثرَ :মিথ্র دوست মিত্র , মৈত্রী চুক্তি 
هَخا ( সখা : (হখা 
هَدا ( হদা ) : সদা 
پَسْچَئِتَ ( পসচএত )
পশ্চাৎ 
پَسْچَ ( পস্চ ) : পশ্চ
پوثْرَ ( পুথ্র ) : পুত্র
اوپَرْئِي يَ ( উপর ইয়) : উপর , উপরে
رَثَ ( রথ ) : রথ :ارابه ، گردونه ي جنگي ، گردونه ، 
رَثَ ئِشْطَ ( রথএশট) : ارتشي ، سپاهي ، جنگي ، گردونه ي جنگي سوار : রথ আরোহী 
রথ ( رَثَ ) : অর্ ( اَرْ ) : যাওয়া , পৌঁছানো , যাত্রা করা ( رفتن ، رسيدن ، حركت كردن ) তাই রথ ( رَثَ ) : রস , রসা (رَسَ/ رَسا )
আধুনিক ফাসী ভাষার আর্থেশ ( ارتش সেনাবাহিনী Army ) শব্দটির 
রথএষ্ট ( রথ আরোহী বা সিপাহী)  থেকে উদ্ভূত। কারণ অর্ শব্দের অর্থ পৌঁছানো , যাত্রা করা , যাওয়া ; অর্ থেকে রথ ( যাওয়া বাপৌঁছানোর যান বা মাধ্যম ) রথএষ্ট (
রথইষ্ট্ রথে আরোহী হয়ে যে যুদ্ধ (য়ুধ্ ) করে সে : সৈনিক বা সিপাহী )
চলবে 
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

captcha