IQNA

ইসরাইলে আক্রমণ শুরু করেছে / দখলকৃত অঞ্চলগুলিতে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ + ভিডিও

21:19 - April 14, 2024
সংবাদ: 3475334
ইকনা: ইহুদিবাদী মিডিয়া, ইসরাইলে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ঘোষণা করেছে, ইরানের আক্রমণ শুরুর খবর দিয়েছে, বিপ্লবী গার্ডস এয়ার ফোর্স ঘোষণা করেছে যে তারা দখলকৃত অঞ্চলের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে।

ইহুদিবাদী ইসরাইলের ওপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কণ্ঠস্বর বদলে ফেলেছে ইসরাইলি গণমাধ্যম।

গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানীর দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের হামলার পর ইসরাইলে বসবাসকারী ইহুদিবাদীদের ভেতরে ইরানি পাল্টা হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। কিন্তু ইসরাইলের গণমাধ্যমগুলো তাদেরকে অভয় দেয়ার জন্য বারবার দাবি করেছে যে, ইরানের পক্ষ থেকে হামলার বিষয়টি নিতান্তই অতিশয়োক্তি। তবে, গতরাতে ইরানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী এবং ইসরাইলি গণমাধ্যমের ভেতরে মারাত্মক ভীতি ছড়িয়ে পড়ে। 

ইসরাইলের উগ্র ডানপন্থী চ্যানেল ফোরটিন টেলিভিশনের ওয়েব সাইটে একটি খবরের শিরোনাম দেয়া হয়েছে, “আশঙ্কা সত্যি হলো; ইরানি হামলা শুরু হয়েছে।”

হিব্রু ভাষার নিউজ ওয়েবসাইট ওয়ালা এবং এক্সিয়স মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে শিরোনাম করেছে, “ইসরাইলের ওপর ইরানের নজিরবিহীন ড্রোন হামলা।” 

ইসরাইলের সরকার নিয়ন্ত্রিত রেডিও এবং টেলিভিশন চ্যানেলগুলো নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবরের শিরোনাম করেছে, “ইসরাইলি ভূখণ্ডের ওপর ইরানের ব্যাপকভিত্তিক ড্রোন হামলা।” 

ইয়েদিওয়থ আহরোনথ পত্রিকার অনলাইন সংস্করণ ওয়াইনেট জানিয়েছে, “ইসরাইলকে লক্ষ্য করে ৪০০ থেকে ৫০০ ইরানি ড্রোন নিক্ষেপ।” 

পত্রিকাটি প্রথমে খবর দিয়েছিল যে, “প্রথমবারের মতো ইরান ১০০ ড্রোন দিয়ে ইসরাইলের উপর হামলা করেছে।” এর পরপরই জনগণের ভয় দূর করতে টাইমস অব ইসরাইল এই শিরোনামের সাথে যুক্ত করে যে, “ইসরাইলি সেনারা ইরানি ড্রোন বাধা দেয়ার চেষ্টা করছে।”

জেরুজালেম পোস্ট লিখেছে, আগের যেকোন ড্রোন হামলার চেয়ে গুরুতর পরিবর্তন হয়েছে; ইরানের ড্রোন যুদ্ধের যুগ শুরু।”

দৈনিক হারেৎজ পত্রিকা লিখেছে, “ইরান ড্রোন ও মিসাইলের সিরিজ হামলা শুরু করেছে, যোগ দিয়েছে আঞ্চলিক মিত্ররাও।” পত্রিকাটি জানিয়েছে, এইলাত, দিমোনা, নিভাতিম এবং গোলান মালভূমির ইহুদি বসতি স্থাপনকারীদের বোম শেল্টারের কাছে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

 

ট্যাগ্সসমূহ: সত্য প্রতিশ্রুতি
captcha